নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে সরকার ভয় পায়: রিজভী
- আপডেট সময় : ০৬:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে সরকার ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, সরকার লুটপাট করে যে স্বর্গরাজ্য তৈরি করেছে সেখান থেকে সরে আসতে চাইছে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রতিহতে সরকার ও তার আমলা-মন্ত্রীরা সচেষ্ট বলেও জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে পর্যবেক্ষণকারী বিদেশি বন্ধুদের পরামর্শ মানছে না সরকার। অর্থনীতির দুর্দিনে সরকার প্রধানের জন্মদিনে প্রচার-প্রচারণা ও অর্থ খরচ তাদের দুর্নীতির শ্রেষ্ঠ প্রমাণ বলেও মন্তব্য করেন বিএনপি’র এই নেতা।
এদিকে, দলের নেতাকর্মীদের মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিতে বলে সরকার রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করছে বলেও মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দেশের সব সাম্প্রদায়িক সহিংসতার পেছনে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের উস্কানী রয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা। সকালে চট্টগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র যুব ফ্রন্টের উদ্যোগে পূজার উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। তিনি আরো বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করা আওয়ামী লীগ নেতাদের দখলে হিন্দু সম্প্রদায়ের দখল হওয়া সম্পত্তির ৮০ ভাগই। মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুরের প্রতিটি ঘটনায় ছাত্রলীগ আর যুবলীগের সন্ত্রাসীরা জড়িত।