নিরাপদ সড়কের জন্য ট্রাফিক আইন মেনে চলার বিকল্প নেই
- আপডেট সময় : ০৮:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নিরাপদ সড়কের জন্য ট্রাফিক আইন মেনে চলার বিকল্প নেই। এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এদিকে নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দাবি, শুধু আইন প্রণয়ন নয়, তা কার্যকর নিশ্চিত করতে হবে। রাজধানীর আসাদ গেটে ট্রাফিক আইন মেনে চলার জন্য পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে তারা এসব কথা বলেন।
রাজধানীর আসাদ গেটে ট্রাফিক আইন মেনে চলার জন্য ট্রাফিক সিগনাল ও সাইন নির্দেশনা দেখে রাস্তা পারাপার জন্য পথচারিদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
এসময় পথচারিদেরকে পুশবাটনের মাধ্যমে সিগনাল ব্যবহারের নিয়ম কানুন দেখিয়ে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
এই কর্মসূচিতে অংশ নিয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, অনেক রাজনৈতিক নেতা চান না বলেই সড়ক আইন বাস্তবায়ন হয় না।
পুশবাটন ব্যবহার ও নিয়ন্ত্রণ করাসহ ট্রাফিক আইন কার্যকর করতে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ।