নির্বাচনকালীন সরকারে থাকতে বিএনপিকে প্রস্তাব দেয়া হয়নি : কাদের
- আপডেট সময় : ০৮:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
নির্বাচনকালীন সরকারে থাকার বিষয়ে বিএনপিকে কোন প্রস্তাব দেয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার, বিএনপির এই তিন দাবির বিষয়ে বিদেশীদেরও কোন চাপ নেই। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বর্জন করলে বিএনপি’র সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর একটি হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর সংক্রান্ত বৈঠক ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে নির্বাচনকালীন সরকারে থাকা প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি বলেন, কাউকে ফাঁদে ফেলতে নয়, নির্বাচনে অংশ নেয়া বিএনপির অধিকার।
বিএনপির দাবির বিষয়ে সরকারের উপর বিদেশিদের কোনো চাপ নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, সচিবালয়ের মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, আর নির্বাচনকালী সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা।
পুরোনো খেলা নয়, আগামী নির্বাচনে বিএনপির সাথেই আওয়ামী লীগ খেলতে চায় বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।