নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা বিএনপি’র থাকতো
- আপডেট সময় : ০৭:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা বিএনপি’র থাকতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির পরিচিতি সভায় ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় দলের নাম ব্যবহার করে অপকর্মের সাথে জড়িতের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি নেতাদের নির্লজ্জ মিথ্যাচারের জবাব দেন তিনি। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতাদের ব্যপারেও কঠোর হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী। এর আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের মহিলা উপ-কমিটির নেতারা ।