নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেঃ আমীর খসরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ক্ষমতা দখল করে থাকা একটি রেজিম প্রশাসনকে ব্যবহার করে দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সকালে নাসিমন ভবনের দলিয় কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিন। এ সময় তিনি বলেন, ভোট কারচুপি সব নীল নকশা জেনেও গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে বার বার নির্বাচনে যাচ্ছে বিএনপি। তিনি আরো বলেন, চসিক নির্বাচনকে ঘিরে অতিউৎসাহী পুলিশ কর্মকর্তারা বিএনপি নেতাকর্মী ও তাদের পরিবারকে হয়রানী করছে বলেও অভিযোগ করেন বিএনপি প্রার্থীর প্রধান এই নির্বাচন সমন্ময়ক।