নির্বাচনের দিন সব সমর্থক তাঁকে ভোট দেবে : ট্রাম্প

- আপডেট সময় : ০১:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নির্বাচনের দিন সব সমর্থক তাঁকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ব্যাটলগ্রাউন্ড স্টেট উইসকন্সিনে নির্বাচনি প্রচারে গিয়ে এ কথা বলেন তিনি। অন্যদিকে, ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা নিয়ে প্রশ্ন তুলেছেন জো বাইডেন।
জনগণের মতামত জরিপে বিভিন্ন রাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। এর সমালোচনা করে তার প্রকৃত সমর্থকরা ৩রা নভেম্বরে সরাসরি ভোট দিতে এসে তাকেই বেছে নেবে বলে জানান ট্রাম্প। অন্যদিকে, আইওয়াতে নির্বাচনি প্রচার চালানোর সময় ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা নিয়ে প্রশ্ন তুলেছেন জো বাইডেন। ডেমোক্র্যাটিক নেতাদের আশঙ্কা, ট্রাম্প নির্বাচনে হেরে গেলে ফল মেনে নেবেন না। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনও বলেছেন, এটিই তার সবচেয়ে বড় শঙ্কার জায়গা। তবে বাইডেন বলেছেন, নির্বাচনে ট্রাম্পের জয় হলে তিনি তা মেনে নেবেন। টেক্সাসে আগাম ভোটের শেষ দিনে ভোটারদের অনেক ভিড় দেখা যায়।