নির্বাচনের পর সব রাজনৈতিক দলের সমন্বয়ে হবে জাতীয় ঐকমত্যের সরকার: ফখরুল
- আপডেট সময় : ০৯:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৮৬২ বার পড়া হয়েছে
এক দফা ঘোষণার পরদিন আবারও রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা রূপরেখা দিলো বিএনপি। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে নতুন রূপরেখা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পুরো রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতেই বিএনপির এই ৩১ দফা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে বলেও জানান মির্জা ফখরুল।
আওয়ামী লীগ সরকার পতনে বুধবার এভাবেই এক দফা আন্দোলনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আপস…(গুলশান)
২৪ ঘ্ন্টা পেরুনোর আগে, সরকারের ১৫ বছরে বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থা মেরামতের জন্য, গুলশান বিএনপি চেয়ারপর্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন বিএনপি
মহাসচিব।
আগের ঘোষিত ২৭ দফা সংস্কার করে, ৩১ দফা রুপরেখা ঘোষণা করেন তিনি।
রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজনে ৩১ দফাতেও আসতে পারে সংশোধন বলে জানান মির্জা ফখরুল
পরে একই স্থানে বিএনপি মহাসচিবের সাথে বৈঠক করেন কানাডিয়ান হাই কমিশন।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।