নির্বাচনের মাঠ ফাঁকা করতেই বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০১:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নির্বাচনের মাঠ শূন্য করতেই বিএনপির কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা করছে আওয়ামী লীগ, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক ইস্যুতে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মিরপুরে দলীয় কর্মসূচিতের হামলার প্রতিবাদে আগামী রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
মিরপুরে হামলার প্রতিবাদে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বৃহস্পতিবারের হামলায় আহতদের পরিসংখ্যানসহ বিস্তারিত তথ্য সাংবাদিকদের জন্য ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান। জানান, বিএনপি কমসূচিতে বাধা দিলেও দমিয়ে রাখা যাবে না।
ক্ষমতাসীনরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানির অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সহিংস পরিস্থিতি তৈরি ও বিরোধীদলকে মাঠশূন্য করতেই রাষ্ট্রযন্ত্র ও দলীয় ক্যাডার ব্যবহার করে পরিকল্পিত হামলা চলছে।
মিরপুরে হামলার প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে মির্জা ফখরুল।