নির্বাচনে অংশ না নেয়ার ভুলের খেশারত বিএনপিকে আরও অনেকদিন দিতে হবে : কাদের

- আপডেট সময় : ০৬:১৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশ না নেয়ার ভুলের খেশারত বিএনপিকে আরও অনেকদিন দিতে হবে। তিনি দাবি করেন, বিএনপি না আসলেও এবার নির্বাচন সুষ্ঠু হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রধান বিচারপতির বাসভবনে হামলাই মির্জা ফখরুলের মুক্তির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী দেশে যে কয়টি ভালো নির্বাচন হয়েছে, তার একটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির আন্দোলন করার সাংগঠনিক প্রস্তুতি নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মহাসচিব ছাড়া বিএনপি নেতাদের কোনো কথাই বিশ্বাসযোগ্য নয় মন্তব্য করে, মির্জা ফখরুলের জামিন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি পরিবারের আবেদন এবং আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনার বিষয় বলেও জানান ওবায়দুল কাদের।