নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া : ব্যারিস্টার কায়সার কামাল
- আপডেট সময় : ০৮:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৭১২ বার পড়া হয়েছে
দেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী নির্বাচন অংশ নেবেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলা আদালত নয়, রাজপথেই ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব মন্তব্য করেন তিনি। তবে, বিএনপি চেয়ারপার্সনের আইনজীবীর করা ওই মন্তব্যকে আদালত অবমাননার সামিল বলে মনে করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি আরো বলেন, এ ধরনের মন্তব্য দেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলী দেখানোর সামিল। গেল ১৯ অক্টোবর, বাসায় থেকে চিকিৎসা এবং দেশের বাইরে না যাবার শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ায় স্বরাস্ট্র মন্ত্রণালয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সনকে ৫ বছরের সাজা দেয় বিচারিক আদালত। তবে, আপিলে সাজা বাড়িয়ে ১০ বছর করে হাইকোর্ট।