নির্বাচনে এসে বিএনপিকে জনপ্রিয়তা প্রমাণের আহবান কৃষিমন্ত্রীর
- আপডেট সময় : ০৯:২৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনায় এ অভিযোগ করেন তিনি। নির্বাচনে এসে বিএনপিকে জনপ্রিয়তা প্রমাণ করার আহবানও জানান কৃষিমন্ত্রী।
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের বিকল্প নেই।
সরকার নির্ধারিত উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
নির্বাচনে এসে বিএনপিকে জনপ্রিয়তা প্রমাণ করার আহবান জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
দেশের বর্তমানে যে উৎপাদনশীলতা রয়েছে, তাতে আগামী ২৫-৩০ বছরেও দেশে খাদ্য ঘাটতি হবে না বলে জানান কৃষিমন্ত্রী।