নির্বাচনে কেউ বাঁধা দিলেই তাদের প্রতিহত করা হবে : কাদের
- আপডেট সময় : ০৮:৩৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ১৬৯০ বার পড়া হয়েছে
নির্বাচনে কেউ বাঁধা দিলেই তাদের প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তিনি বলেন, নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোট দেবে এবং এবার ভোটার উপস্থিতি হবে সন্তোষজনক। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, হরতালকে বিএনপির মরিচা ধরা হাতিয়ার । নির্বাচনে বাঁধা দেয়ার অভিযোগে বিএনপি’র বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি আসেনি কেন তা-ও জানাতে চান ওবায়দুল কাদের।
রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ। ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। আর ১০ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরপর রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওআইসির অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ইউসুফ মোহাম্মদ আল দুবাই’র নেতৃত্বে তিন সদস্যদের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গেও বৈঠক করে দলটি । পরে সংবাদ সম্মেলনে সমসাময়িক রাজনীতি ও বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, বৈঠকে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে আশা করে ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবে।আর ভোটের ফলাফলই বলে দিবে কে হবে বিরোধী দল। ভোট ঠেকাতে বিএনপির হরতাল প্রসঙ্গে তিনি বলেন, তাদের এই অস্ত্রের ব্যবহার আগেও লাভ হয়নি, এবারও হবে না। নির্বাচন এক তরফা নয়, একতরফা বিরোধিতা হচ্ছে বলে মনে করেন ওবায়দুল কাদের।