নির্বাচনে জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোটকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করাসহ ইভিএম পদ্ধতির সংস্কারের দাবি বিএনপির
- আপডেট সময় : ০১:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোটকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করাসহ ইভিএম পদ্ধতির সংস্কারের দাবি তুলেছে বিএনপি। বিভিন্ন সভা সমাবেশে ইভিএমের নেতিবাচক দিক সম্পর্কে প্রচারণার পাশাপাশি নির্বাচন কমিশনে লিখিত প্রস্তাবনাও পাঠিয়েছে দলটির মেয়র প্রার্থী। এদিকে আওয়ামী লীগ প্রার্থীর দাবি, নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ইভিএমের মতো একটি আধুনিক পদ্ধতিকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে বিএনপি। আর নির্বাচন কমিশন বলছে, আগের চেয়ে অনেক বেশি আধুনিক করা হয়েছে ইভিএম মেশিন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রচারণার বড় একটি অংশ জুড়েই থাকছে ইভিএমের সমালোচনা। আধুনিক এই নির্বাচনী ব্যবস্থাকে ভোটারদের কাছে ভোটচুরির মেশিন হিসেবেও ব্যাখ্যা করছে দলটি। শুধু তাই নয়, ইভিএম পদ্ধতিতে সংস্কার আনতে তিন দফা সুপারিশ করে নির্বাচন কমিশনে লিখিত আবেদনও করেছে তারা । এসব সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করে বিএনপি।
ইভিএম নিয়ে বিএনপির এত সন্দেহ থাকলেও মোটেই মাথা ব্যাথা নেই আওয়ামী লীগের। দলটির মেয়র প্রার্থীর দাবি, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই অতীতের মতোই মুখ রক্ষায় অপপ্রচারের পথ বেছে নিয়েছে বিএনপি।
আর নির্বাচন কমিশনের দাবি, ২৫ জানুয়ারি সবগুলো ভোটকেন্দ্রে মগ ভোটিং হওয়ার পর প্রার্থী ও ভোটারদের সব সন্দেহ কেটে যাবে। এর আগে বিচ্ছিন্ন ভাবে দুই একটি ওয়ার্ডে ইভিএমে ভোট হলেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দৈব্যচয়নে চট্টগ্রাম-১০ কোতোয়ালী আসনে সম্পুর্ণ ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। এরপর এবারই প্রথম পুরো সিটি কর্পোরেশনে ইভিএম পদ্ধতিতে হতে চলেছে ভোটগ্রহণ। ফুটেজ-৪ (ফাইল ফুটেজ)