নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন মিশা সওদাগর-জায়েদ খানের পূর্ণাঙ্গ প্যানেল
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন মিশা সওদাগর-জায়েদ খানের পূর্ণাঙ্গ প্যানেলে । রাত আড়াইটার দিকে নির্বাচনের এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।
দ্বি-বার্ষিক এই নির্বাচনে ২২৭ ভোট পেয়ে সভাপতি হিসেবে জয়ী হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। আর সভাপতি পদে তাঁর প্রতিদ্বন্দ্বি চিত্র নায়িকা মৌসুমি পান ১২৫ ভোট। ২৮৪ সংখ্যার বিপুল ভোট পেয়ে জয়লাভ করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। তার বিপরীতে থাকা স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস কোবরা পেয়েছেন মাত্র ৭টি। সহ-সভাপতির দুটি পদে জয়লাভ করেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও নায়ক রুবেল। নির্বাচনে জয়লাভের পর মিশা সওদাগর সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান।