নির্বাচনে সরকারের ভূমিকা জানতে চেয়েছে ইইউ’র পর্যবেক্ষক দল : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
আগামী জাতীয় নির্বাচনে সরকারের ভূমিকা কি হবে তা জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতে সরকারের ভুমিকার কথা জানতে চান তারা। জবাবে তথ্যমন্ত্রী জানান, ইউরোপে যেভাবে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করে, বাংলাদেশেও সেভাবে সরকার দায়িত্ব পালন করবে। পরে, আইন সচিবের সাথে বৈঠকে করে ইইউ প্রতিনিধি দল।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচনী পরিবেশ নিয়ে কথা হয়েছে। দেশের গণমাধ্যম স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকানোই এখানে বড় চ্যালেঞ্জ।
বিএনপি সাপের খোলোস বদলানোর মতো বারবার আন্দোলনের খোলোস বদল করছে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।
পরে, আইন মন্ত্রণালয়ের সচিবের সাথে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। জানতে চান দেশের আইনগত কাঠামো সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যথেষ্ট কি না।
নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১-এ ধারাকে আরও শক্তিশালী করা হয়েছে বলে উল্লেখ করেন গোলাম সারওয়ার।