নির্বাচনে সাধারণ মানুষের কোন আগ্রহ নেই : মঈন খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
প্রহসনের নির্বাচনে সাধারণ মানুষের কোন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এর লিফলেট বিতরণ ও গণসংযোগে তিনি এ মন্তব করেন। নির্বাচনের ফল কয়েকদিন আগেই নির্ধারিত হয়েছে জানিয়ে ড. মঈন আরো বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস না করতে সরকারের প্রতি আহ্বান জানান। নইলে ভুল পথে হেঁটে আওয়ামী লীগ ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। ৭ই জানুয়ারি আওয়ামী লীগের চরম পরাজয় ঘটবে বলে মন্তব্য করেন তিনি। দেশ ও জনগণের কথা মাথায় রেখে তফসিল বাতিল ও মন্ত্রিসভা ভেঙে দিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান ড. মঈন খান।