নির্বাচনে হারার ভয়ে বিএনপি’র হাঁটুকাঁপুনি শুরু হয়েছে : কাদের
- আপডেট সময় : ০৯:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, নির্বাচনে হেরে যাবার ভয়ে এখন হাঁটুকাঁপুনি শুরু হয়েছে তাদের। তারুণ্যের মিছিলের নামে চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের ঘটনার জবাব চান ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতির গুটি বানিয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করা প্রসঙ্গে তিনি বলেন, জড়িতদের গ্রেফতার করলে তো আবার মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তোলা হবে।
বিএনপিকে হাঁটুভাংগা দল উল্লেখ করে নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মানবাধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও কংগ্রেসম্যানদের চিঠির সমালোচনা করেন ওবায়দুল কাদের।
এদিকে, মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎশেষে খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রামের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।