নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপে সাড়া দিয়েছেন ২২ গণমাধ্যম ব্যক্তিত্ব
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপে সাড়া দিয়েছেন ২২ গণমাধ্যম ব্যক্তিত্ব।
রাজধানীর আগারগাওঁয়ের নির্বাচন ভবনে সভাকক্ষে চলছে এ সংলাপ।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিক, নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশন প্রিন্ট মিডিয়ার ৩৪ জন সম্পাদক-জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানায়। এদের মধ্যে ২২ জন অংশ নিয়েছেন সংলাপে। সংলাপে আমন্ত্রিতরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের সীমিত ব্যবহার, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের অধীনে আনা এবং দলগুলোর আস্থা অর্জনসহ একগুচ্ছ প্রস্তাব দেন।