নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে বিএনপির সমালোচনা তাদের স্বভাবগত : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে বিএনপির সমালোচনা তাদের স্বভাবগত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের সময় ধর্মকে ব্যবহার করলেও, দেশে ইসলামের উন্নয়নে কিছুই করেনি বিএনপি। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সরকারি বাসভবনে মঙ্গলবার ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্বাচন কমিশন আইন নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, তাদের উচিত ছিলো সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানো।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ব্যর্থতায় বিএনপির হতাশা আরও ঘনীভুত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিকেলে জাতীয় প্রেসক্লাবে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ক্বিরাত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় ধর্ম নিয়ে বিএনপির রাজনীতি থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
পরে ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।