নির্বাচন কমিশন সচিবালয়ের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
- আপডেট সময় : ০৮:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন সচিবালয়ের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলছেন কমিশনার মাহবুব তালুকদার। সম্প্রতি ১২ এবং ২০ গ্রেডে শূন্য পদে ৩৩৯ জনকে নিয়োগ এবং সেই পরীক্ষা থেকে বহিষ্কৃত ১৩৫ জনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি সে বিষয়ে জানতে চেয়ে কোন তথ্য পাননি বলে অভিযোগ করেন তিনি। এদিকে নির্বাচন কমিশনের নিয়োগ সংবিধান অনুযায়ী সব নিয়ম কানুন অনুসরণ করেই করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আলমগীর হোসেন। বিকেলে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
সম্প্রতি নির্বাচন কমিশনে ১২ এবং ২০ গ্রেডে শূন্য পদে ৩৩৯ জনকে নিয়োগের ব্যাপারে নির্বাচন কমিশনারদের কিছু না জানানোকে সংবিধানের লঙ্ঘন বলে মনে করছেন মাহবুব তালুকদারসহ চার নির্বাচন কমিশনার। এ বিষয়ে ১৪ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগও দেন তারা।
এ বিষয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে কথা বলেন,নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
এমন অবস্থা চলতে থাকলে আগামিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলেও আশঙ্কা করেন এই নির্বাচন কমিশনার।
এদিকে সব নিয়ম কানুন অনুসরণ করেই নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে বলে জানান কমিশন সচিব আলমগীর হোসেন।
নির্বাচন কমিশনের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান নির্বাচন কমিশনারের উপর ন্যস্ত বলেও জানান ইসি সচিব।