নির্বাচন কর্মকর্তার ক্লোন করা ফোন নম্বরে ফোন করে প্রার্থীদের কাছে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তাসহ ৩ নির্বাচন কর্মকর্তার ক্লোন করা ফোন নম্বরে ফোন করে প্রার্থীদের কাছে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওই কর্মকর্তারা থানায় লিখিতভাবে জানিয়েছেন।
বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, দুপুরে ক্লোনকরা নম্বর থেকে একজন মেয়র প্রার্থীর কাছে ফোন দিয়ে টাকা চায় হ্যাকাররা। বিষয়টি সন্দেহ জনক হওয়ায় ওই প্রার্থী পরোক্ষনেই ফোন করে জানালে ঘটনা ধরা পরে। ঘন্টা দুয়েক সময়ের মধ্যেই এভাবে বিভিন্ন প্রার্থীর কাছে ফোন করে টাকা চাওয়ার হ্যাকাররা, জানান তিনি।অপর দিকে একই ভাবে নওগাঁ সদর নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন ও ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেনের ফোন নম্বর ক্লোন করার ঘটনা ঘটেছে। ওইসব ক্লোন নম্বর থেকে নওগাঁ ও ধামইরহাট পৌরনির্বাচনে প্রার্থীদের কাছ থেকে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তারা।