নির্বাচন কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের কারিগরি বিশেষজ্ঞ দল আসছে নভেম্বরে
- আপডেট সময় : ১২:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের কারিগরি বিশেষজ্ঞ দল আসছে নভেম্বরে। দলটি ভোটের আগে পরে মিলিয়ে প্রায় দুই মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশে থাকবে।
ইইউ সদরদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি স্থানীয় দূতাবাসের মাধ্যমে নির্বাচন কমিশনে এসেছে বলে জানান এই কর্মকর্তা। ২১ সেপ্টেম্বর ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, বাজেট স্বল্পতার কারণে নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পরে ২৪ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ঢাকায় ইইউর রাষ্ট্রদূতকে চিঠির মাধ্যমে জানান, কমিশন আশা করে-ইউরোপীয় ইউনিয়ন ছোট পরিসরে হলেও একটি দল পাঠাবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, বাজেট স্বল্পতার কথা বলে আগে পর্যবেক্ষক না পাঠানোর কথা বললেও এবার নিজেদের অর্থেই আসছে চার সদস্যের টিম।