নির্বাচন ছাড়া ক্ষমতার হাতবদলের কোনো বিকল্প নেই : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাতবদলের অন্য কোনো বিকল্প নেই। তাই তারা মুখে যতো কথাই বলুক, নির্বাচনে তাদের আসতেই হবে।
সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচন ছাড়া বিএনপি’র সামনে আর কোনো পথ খোলা নেই। ইউপি নির্বাচনেও বিএনপি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটি তাদের বর্ণচোরা রাজনীতির বহিঃপ্রকাশ। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করার মুরোদ নেই– আর যা গোপনে করে, তা প্রকাশ্যে বলে না। তাই জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে।