নির্বাচন পরবর্তী সহিংসতায় মাগুরার শ্রীপুরে অন্তত ৪০ বাড়ি ভাংচুর
- আপডেট সময় : ০৫:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
মাগুরার শ্রীপুর উপজেলার দুই গ্রামে ইউনিয়ন নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় এক যুবক। অন্তত ৪০টি বাড়ি ভাংচুরের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই গ্রামের কয়েকশ নারী-শিশু। গ্রেফতার আতংকে পুরুষশুন্য হয়ে পড়েছে গ্রামদুটি। সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের চর গোয়ালপাড়া ও সাহেবপাড়া গ্রামে গেল ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওই নির্বাচনে প্রতিদ্বন্দিতা নিয়ে বিজয়ী প্রার্থী হাবিব মেম্বরের সমর্থকদের হুমকি দিচ্ছে পরাজিত প্রার্থী মন্নু মন্ডল। গেলো বুধবার বিকেলে সাবেক মেম্বর মন্নু মন্ডলের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সদ্য বিজয়ী প্রার্থীর সমর্থক জাহাঙ্গীরের উপর হামলা চালিয়ে গুরুতর যখম করে। এ সময় অন্তত ৪০টি ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়
হামলার পর ৩৬ জনকে আসামী করে মামলায় গ্রেফতারের ভয়ে এলাকা এখন পুরুষশূণ্য হয়ে পড়েছে। এলাকার নারী ও শিশুরা ভীতিতে দিন কাটাচ্ছে।
আইন শৃংখলা পরিস্থিতি অবনতির আশংকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
মাগুরায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে একটি ইউনিয়নে ৪টি খুন সহ অন্তত ৪০টি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।