নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখার দৃঢ় প্রত্যয় আ’লীগ নেতাদের

- আপডেট সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ১৯৩৭ বার পড়া হয়েছে
অবরোধের নামে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস প্রতিরোধের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সপ্তম দফা অবরোধের শেষ দিনে রাজধানীতে শান্তি সমাবেশে এমন ঘোষণা দেন তারা। আগামী নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখার দৃঢ় প্রত্যয় জানান আওয়ামী লীগ নেতারা।
বিএনপি জামায়তের সপ্তম দফা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে রাজধানীতে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। সবুজবাগ, যাত্রাবাড়ি, ডেমরায় ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিট র নেতৃত্বে অবস্থান ও শান্তি সমাবেশ হয়। এতে বিএনপি-জামাতের অবরোধ প্রতিহত করার পাশাপাশি আগামীতে রাজপথে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটির উদ্যোগে, মিরপুর-১ গোল চত্ত্বর, মিরপুর-১০, ১১ এবং কালশীতে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ হয়েছে। এতে দলীয় নেতা ও স্থানীয় কাউন্সিলরা বলেন, গণবিরোধী কোনো কর্মসূচিতে সাধারণ মানুষ সমর্থন করে না। তারা নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখার কথা ঘোষণা করেন। ভাটারায় থানা কমিটির সাধারণ সম্পাদক শহিদুল আলম খন্দকারের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ হয়েছে।