নির্বাচন বন্ধে ব্যর্থ হয়ে প্রলাপ বকছে বিএনপি : হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১৮০৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন বন্ধে ব্যর্থ হয়ে প্রলাপ বকছে বিএনপি।
জনগণ এখন নির্বাচনের উৎসবে মেতে স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে নিজ বাসায় মতবিনিময়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি । এ সময় হানিফ বলেন, নির্বাচন উৎসব মুখর করতে নৌকার প্রার্থীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছে। দেশের উন্নয়নের অংশীদার হতে চাইলে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে জানিয়ে হানিফ বলেন, অগ্রগতি অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকেই পুনরায় ক্ষমতায় আনতে হবে।