দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে জনগণও স্যাংশন দেবে : নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭০১ বার পড়া হয়েছে
দেশের বাইরে থেকে যারা নির্বাচন বানচাল করতে চায়, জনগণ তাদের স্যাংশন দেবে বলে মন্তব্য করেছের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কারো দয়ায় নয়। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এতে বিরোধী দলের কথাও বলা আছে। নির্বাচন ছাড়া অন্য কোনো পন্থায় কেউ ক্ষমতায় আসার চেষ্টা করলে তাদেরকে সাজা পেতে হবে বলে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, তাই কারো নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই ভিসা নীতির ফলে বিএনপি-জামায়াত ২০১৩-১৪ এবং ২০১৮ সালের মতো সহিংসতা করতে পারবে না।
আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে, বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকারের বিষয়ে যথেষ্ট সচেতন বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বেকায়দা ফেলতে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে, কোনো ধরনের গুজবে কান না দিতে প্রবাসীদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।