নির্বাচন যেসব দেশ ভিন্ন মন্তব্য করছে, তাদের পর্যবেক্ষকরা সুষ্ঠু দাবি করেছে : কাদের
- আপডেট সময় : ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে যেসব দেশ ভিন্ন মন্তব্য করছে, তাদের পর্যবেক্ষকরা নির্বাচনকে সুষ্ঠু দাবি করেছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর তেজগাঁয় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের যৌথ সভায় একথা বলেন তিনি। কাদের বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত নানা অপরাজনীতি ও ষড়যন্ত্র করেছে। নির্বাচনের পূর্বে তাদের অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতিকে সহ্য করা হলেও এবার তা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন কাদের।
রাজধানীর তেজগাঁয় ঢাকা জেলা আওয়ামী লীগ ও মহানগরের নেতাকর্মীদের যৌথ সভায় যোগদান করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদের বলেন, বিএনপি-জামায়াতের ধারাবাহিক অপরাজনীতি ও অগ্নিসন্ত্রাসকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণের জানমাল রক্ষায় এবং দেশের স্বার্থে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম ও ষড়যন্ত্র কঠোর হাতে মোকাবিলা করা হবে বলেও জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যেসব দেশ নির্বাচন নিয়ে ভিন্ন মন্তব্য করছে, তাদের পর্যবেক্ষকরা নির্বাচনকে সুষ্ঠু দাবি করেছে বলেও জানান তিনি। এসময় আগামী ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা