নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেছেন কার্টুনিস্ট কিশোর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নির্যাতনের অভিযোগে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কার্টুনিস্ট কিশোর।
বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে দশ মাস ধরে কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়া পর বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন। এসময় তার আইনজীবী জানান, নির্যাতনের বিষয়ে কিশোরের দেয়া জবানবন্দী আদালত গ্রহণ করেছেন এবং এ বিষয়ে পরবর্তী সময় আদেশ দেওয়া হবে। আইনজীবী আরো জানান, ২০২০ সালের ২রা মে বাসা থেকে তুলে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। তিন দিন নির্যাতনের পর তাকে ৫ই মে র্যা বের কাছে হস্তান্তর করা হয়। তাকে ২রা মে কারা তুলে নিয়ে গিয়েছিল পরবর্তী তিন দিন কারা নির্যাতন করেছিল, তা যেহেতু তারা জানেন না, তাই অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেছেন তারা।