নিষিদ্ধ ওয়েবসাইটে আসক্ত হয়ে আত্মগোপনে থাকা কিশোর উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে পাবজি গেম, পর্নোগ্রাফিসহ বিভিন্ন নিষিদ্ধ ওয়েবসাইটে আশক্ত হয়ে ৫ মাস আত্মগোপনে থাকা এক কিশোরকে উদ্ধার করেছে রেব।
রেব জানায়, চট্টগ্রামের ডিসি রোডের বাসিন্দা প্রভাস দে ও কনিকাদের সন্তান অভিক দে। গত ১০ ডিসেম্বর মোবাইলে গেইম খেলা নিয়ে বাবা ও মায়ের সঙ্গে ঝড়গা হয় তার। একপর্যায়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় অভিক। সম্ভাব্য সব জায়গায় খোজাখুজি করে না পেয়ে চকবাজার থানায় জিডি করার পাশাপাশি র্যাবের স্মরণাপন্ন হয় তার মা, বাবা। দীর্ঘ ৫ মাস পর নগরীর চান্দগাও এলাকার একটি রেস্টহাউজে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিষিদ্ধ ওয়েবসাইটের আসক্তি থেকে স্বজনদের ছেড়ে আত্মপোপনে থাকার কথা জানায় বলে দাবি করে র্যাব।