নিষিদ্ধ ছাত্রলীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে : সেলিমা রহমান
- আপডেট সময় : ০৮:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ছাত্রলীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে সংগঠনটির নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আর অনেক অপরাধী-দুর্নীতিবাজকে অন্তর্বর্তী সরকার দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন, দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন,দেশে রাজনৈতিক সংকট তৈরি হলে স্থিতিশীলতা ফেরানো অসম্ভব হবে। সত্যিকারের সুশাসন নিশ্চিতে রাজনৈতিক দলের ভূমিকাই মূখ্য বলে জানান তিনি।
এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন না দিলে আন্দোলনের হুঁশিয়ারী দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বর্তামান সরকারের উপদেষ্টাদের মধ্যে সমন্নয়হীনতা রয়েছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায় ।