নিষেধাজ্ঞা সত্ত্বেও সড়কের পাশের গাছগুলোতে পেরেক দিয়ে অবাধে লাগানো হচ্ছে পোস্টার, সাইনবোর্ড
- আপডেট সময় : ১০:৪৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সড়কের পাশের গাছগুলোতে পেরেক দিয়ে অবাধে লাগানো হচ্ছে পোস্টার, সাইনবোর্ড কিংবা ফেস্টুন বা ব্যানার ।নষ্ট হচ্ছে গাছের জীবনী শক্তি। পেরেকের ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে পঁচে গিয়ে মরে যাচ্ছে অনেক গাছ। পরিবেশবিদরা বলছেন এই অপতৎপরতা ঠেকাতে প্রয়োজন জনসচেতনতা, আর সিটি কর্পোরেশন বলেছেন দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার সড়কের পাশের গাছগুলোতে অবাধে পেরেক ঠুকে লাগানো হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক সাইনবোর্ড। ফলে ব্যাহত হচ্ছে গাছের স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়া। গাছের প্রতি এমন নির্মমতার ফলে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যও। অক্সিজেনের পাওয়ার হাউস খ্যাত গাছ রক্ষা জরুরি, বলছে সাধারণ মানুষ।
পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ গাছ বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান এই পরিবেশবিদ। গাছে পেরেক ঠুকতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে উল্লেখ করে সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা জানান, গাছে লাগানো সাইনবোর্ড অচিরেই অপসারণ করা হবে । পরিবেশ কিংবা প্রতিবেশ, সর্বোপরি নিজেকে রক্ষায় এখনই গাছের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন বলে মত বিশ্লেষকদের।