নিহত হওয়ার প্রায় ২ মাস মরদেহ দেশে এনে দাফন
- আপডেট সময় : ০৮:০০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সৌদি আরবে নির্যাতনে নিহত হওয়ার প্রায় ২ মাস পর মানিকগঞ্জের নারী শ্রমিক নাজমা বেগমের মরদেহ দেশে এনে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে তার মরদেহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। রাতেই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাড়িতে নিয়ে যান তার স্বজনরা। বিকেলে মরদেহ দাফন করা হয়। স্বজনরা জানান, স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে-মেয়ে নিয়ে অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে পাশের রাজেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ সিদ্দিকের মাধ্যমে সৌদিতে যান তিনি। ১১ মাস আগে সৌদি আরবে পাঠানো হয় নাজমাকে। হাসপাতালের ক্লিনারের চাকরির কথা বললেও সৌদি আরবে নিয়ে গৃহকর্মী হিসেবে বিক্রি করা হয় তাকে। সেখানে যাওয়ার পর থেকেই মালিকের ছেলে তাকে যৌন নির্যাতন করতো। গেল ২ সেপ্টেম্বর ভোরে এক সৌদি প্রবাসী স্বজনদেরকে ফোনে নাজমার মৃত্যুর খবর দেয়। এ ঘটনায় প্রতারণার অভিযোগ এনে দালাল সিদ্দিককে আসামী করে একমাস আগে মানিকগঞ্জ জুডিশিয়াল কোর্টে মামলা করেছে নাজমার পরিবার।