নিয়মকানুনের তোয়াক্কা না করে দেশে চলছে অসংখ্য আইপিটিভি
- আপডেট সময় : ০১:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নিয়মকানুনের তোয়াক্কা না করে দেশে চলছে অসংখ্য ইন্টারনেট প্রটোকল টেলিভিশন-আইপিটিভি। অনলাইন ভিত্তিক এ সব টেলিভিশন মানুষের বিরুদ্ধে কুৎসা রটানো ছাড়াও বিভিন্ন পেশার মানুষকে ব্ল্যাকমেইল করে মূল ধারার গণমাধ্যমকে বিতর্কিত করছে। বাক স্বাধীনতার নামে অন্যের স্বাধীনতাও ক্ষুন্ন করছে এ সব টিভি । জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া আইপিটিভির কার্যক্রম বন্ধ করার পরামর্শ দেন গণমাধ্যম ব্যক্তিত্বরা।
দেশে ক্রমেই বাড়ছে তথাকথিত ইন্টারনেট প্রটোকল টেলিভিশন আইপি টিভির দৌরাত্ম্য। রাজধানী থেকে দেশের ইউনিয়ন পর্যায় ছড়িয়ে পড়েছে অনলাইন ভিত্তিক এসব টিভি। সংবাদকর্মী নিয়োগের নামে পরিচয় পত্র বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে নিত্যদিন ব্ল্যাক মেইলিং করারও অভিযোগ কারো কারো বিরুদ্ধে।
আপস:
বিপুল সংখ্যাক আইপ টিভি দেশ চালু থাকেলও এখনো সরকারীভাবে আইন করা হয়নি এ সব অনলাইন টিভির জন্য।
এ ধরনের টিভির অনুমোদন দেয়ার আগে সতর্কতার সাথে সিদ্ধান্ত নেয়ার পরার্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালেয়র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপ ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক।
সিংক: অধ্যাপক ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট প্রটোকল টেলিভিশন থাকলেও বাংলাশের আইপি টিভি সেমানের নয় জানিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, নিয়ম কানুন ছাড়া সাংবাদিক নিয়োগ করে তাদের বেতন না দিয়ে উল্টো সংবাদ কর্মীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে এ সব টিভির বিরুদ্ধে।
বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য তথাকথিত এসব আইপিটিভি চালু থাকলে অন্যজনের স্বাধীনতা ক্ষুন্ন হওয়ার আশংকা রয়েছে বলে মনে করেন এ সিনিয়র সাংবাদিক।