নীতিমালা না মেনেই ফরিদপুরে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন
- আপডেট সময় : ০৮:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সরকারি নীতিমালা না মেনেই ফরিদপুরে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। এদের অধিকাংশেরই নেই অগ্নি-নির্বাপন ব্যবস্থা। এতে ঝুঁকির মধ্যে রয়েছে শহরবাসী। সচেতন নাগরিকরা মনে করছেন, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে, যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
ফরিদপুরে দশ বছর আগেও যেখানে ছয় তলা বিল্ডিং ছিলো হাতে গোনা কয়েকটি । সেখানে বর্তমানে প্রতিটি মহল্লায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বহুতল ভবন। বর্তমানে শহরে ১৬তলা ভবনসহ বহুতল ভবনের সংখ্যা দুই শতাধিক। যার অধিকাংশেই নেই কোন অগ্নি-নির্বাপনের ব্যবস্থা, এমনকি নেই বের হয়ার বিকল্প কোন পথ। ভবন নির্মাণে মানা হচ্ছে না কোন সরকারি নিয়ম-নীতি।তাই অগ্নিনির্বাপনসহ দুর্ঘটনায় প্রাণহানির শঙ্কায় রয়েছে শহরবাসী।
ভবন মালিকেরা বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন তৈরি করলে আইনী ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা।
শহরের যেসব ভবনে আগুন নির্বাপনের ব্যবস্থা নেই তার তালিকা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। আর পৌরসভার প্লান অনুসরণ না করে বহুতল ভবন র্নিমাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পৌর মেয়র।