নীলফামারীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নীলফামারীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে হোসেন আলী যাদু নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে হোসেন আলী যাদুর বাম হাতের কনুইয়ে আঘাত করে হত্যা করে। জরুরী সেবা ৯৯৯-এ সকালে খবর পায় সদর থানা পুলিশ। ঘটনায় নিহতের স্ত্রী, দুই ছেলেসহ চারজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাদ করছে পুলিশ।
গোপালগঞ্জে নির্মাণাধীন ৫ তলা থেকে নীচে পড়ে গিয়ে গোপীনাথ রায় নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শহরের নতুন বাজার এলাকার হানিফ সিকদারের নির্মাণাধীন ভবনের ৫ তলায় কাজ করছিলেন নির্মাণ শ্রমিক গোপীনাথ রায়।