নুসরাত হত্যা মামলায় ১৬ আসামীকে মৃত্যুদন্ডাদেশ দেয়ায় সন্তোষ প্রকাশ তার পরিবার ও স্থানীয়রা
- আপডেট সময় : ০৭:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
আলোচিত নুসরাত হত্যা মামলায় ১৬ আসামীকে মৃত্যুদন্ডাদেশ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছে তার পরিবার ও স্থানীয়রা। রায়ের পরপরই আনন্দ মিছিল বের করে ফেনীবাসী। সন্তুষ্টি প্রকাশ করেছে নুসরাতের পরিবারও। তবে নুসরাতের ভাই এবং বাবার অভিযোগ, রায় ঘোষণার পরই আদালতে প্রকাশ্যে আসামীরা প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে রায় কার্যকর না হওয়া পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
কড়া নিরাপত্তার মধ্যদিয়ে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ নুসরাত হত্যা মামলার ১৬ আসামীকে আদালতে হাজির করা হয়। আসামীদের উপস্থিতিতেই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ। ১৬ আসামীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় সন্তোষ করে নুসরাতের স্বজন ও স্থানীয়রা। তারা জানান, এ রায়ের মাধ্যমে আইনের শাসনে দৃষ্টান্ত স্থাপন হয়েছে।
এদিকে, এ রায়ে সন্তুষ্টির কথা জানালেও আদালত প্রাঙ্গণে আসামীদের হুমকিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নুসরাতের পরিবার। নুসরাত হত্যা মামলা কার্যক্রম শেষ হলেও নুসরাতের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ায় অপরাধে ওসি মুয়াজ্জেমকেও দ্রুত শাস্তি দেয়ার দাবি জানান নুসরাতের পরিবারের।