নূর ও তার সঙ্গীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য
- আপডেট সময় : ০৮:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূর ও তার সঙ্গীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য। এদিকে ডাকসু ভবনে ভিপি নূরসহ কয়েকজনের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য।
দুপুরে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, “যে প্রোক্টর সন্ত্রাসীদের হাত থেকে ছাত্রদের রক্ষা করতে পারেন না, তার পদে থাকার কোনো বৈধতা নেই। অবিলম্বে তার পদত্যাগ করতে হবে।” সমাবেশের আগে দুপুরে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যে’র ব্যানারে ৫ শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে মধুর ক্যান্টিন হয়ে প্রোক্টর কার্যালয়ের সামনে এলে সেখানে কিছুক্ষণ অবস্থান নেন শিক্ষার্থীরা।
রোববার মুক্তিযুদ্ধ মঞ্চের এক কর্মসূচির পর সংগঠনটির একদল নেতাকর্মী ডাকসু ভবনে ঢুকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নূর ও তার সঙ্গীদের উপর হামলা চালায়।