নেতাকর্মীদের মা’রতে আসলে রু’খে দাঁড়ানোর নির্দেশ বিএনপির সিনিয়র নেতাদের
- আপডেট সময় : ০১:১৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৫৯১ বার পড়া হয়েছে
নেতাকর্মীদের মারতে আসলে এবার রুখে দাঁড়ানোর নির্দেশ দিলেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, সজীবসহ বিএনপি ও বিরোধী পক্ষের নেতাকর্মীদের হত্যার বিচার একদিন বাংলার মাটিতে হবে। লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজীব হত্যার প্রতিবাদে নয়াপল্টনের শোকরেলি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তারা।
নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে পদযাত্রা কর্মসূচিতে সংঘর্ষে সজীব নামে একজন নিহত হয়।তাকে কৃষক দল কর্মী দাবি করে এই হত্যার প্রতিবাদে শোক রেলি করে বিএনপি।
নয়াপল্টন কেন্দ্রীয় অফিস সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নিয়ে রেলিপূর্ব সমাবেশে বলেন, সকল রাজনৈতিক হত্যার বিচার হবে ।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরিণতি জেনেই আওয়ামী লীগ একদলীয় নির্বাচনের কথা বলছে।
শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রত্যয় নিয়ে নয়াপল্টনে থেকে নীরবতা পালনের মধ্যে দিয়ে রেলী শুরু করেন বিএনপি নেতারা ।ফকিরাপুল হয়ে নাইট এঙ্গেল, কাকরাইলের মোড় ঘুরে আবারও নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।