নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে হাজার হাজার মানুষের বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
নেতানিয়াহুর ঘুষ ও দুর্নীতির প্রতিবাদে এবং করোনাকালে সঠিক পদক্ষেপ না নেয়ার অভিযোগে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। গত এক মাস ধরে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বিক্ষোভকারীরা হাতে ‘বিপ্লব’ ও ‘গদি ছাড়’ লেখা প্লাকার্ড এবং ইসরাইলের পতাকা নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানায়।