শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্যগ্রহণ আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৬০৬ বার পড়া হয়েছে
তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে সাতক্ষীরার কলারোয়ায় হামলা মামলার সাক্ষ্যগ্রহণ আজ।
দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবীরের কাছে সাক্ষ্য দেবেন মামলার ১০ ও ১১ নম্বর সাক্ষী। এরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবু আহম্মেদ। এ মামলায় ৩০ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৯জন। ২০১৭ সালের ২১শে সেপ্টেম্বর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। গেল ২২শে অক্টোবর ৯০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয় উচ্চ আদালত। ২০০২ সালের ৩০শে আগস্ট শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক নারীকে দেখে ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।