নেতৃত্বের দুর্বলতাই বিএনপিকে ভোটের রাজনীতি থেকে পিছিয়ে দিচ্ছে: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নেতৃত্বের দুর্বলতাই বিএনপিকে ভোটের রাজনীতি থেকে পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, যারা দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায় ও হতাশা প্রকাশ করে, গতকালের পৌর নির্বাচনে তাদের উদ্দেশ্যমূলক অপপ্রচারের জবাব দিয়েছে জনগণ।
রোববার সকালে সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারকেই ব্রত হিসেবে নিয়েছে বিএনপি।
শনিবারের পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিজয় গণতন্ত্রের অভিযাত্রাকে আরও একধাপ এগিয়ে নিয়েছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।
এছাড়া দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভকারীদের ভবিষ্যতে দলের কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা হবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।