নেত্রকোণায় বন্ধ করা যাচ্ছে না ক্ষতিকর তামাক চাষ
- আপডেট সময় : ০৫:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
অধিক ফলন ও বাজারে দাম বেশি পাওয়ায় নেত্রকোণায় বন্ধ করা যাচ্ছে না ক্ষতিকর তামাক চাষ। অনেক চাষীর কাছে তামাক চাষের কুফল সম্পর্কের কোন তথ্য নেই। ফলে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই তামাক চাষে মনোযোগী হচ্ছে কৃষকরা। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে, ক্ষতিকর তামাক চাষে কৃষকদের নিরোৎসাহিত করতে নানাভাবে কাজ করছেন তারা।
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুরা ও চিরাং ইউনিয়নের ৭ গ্রামের প্রায় শতাধিক কৃষক তামাক চাষ করছেন। লাভজনক হওয়ায় এর আবাদ করেই উপজেলার ওই গ্রামের কৃষি জমিতে ধানসহ বিভিন্ন সব্জির পাশাপাশি ক্ষতিকর তামাকের চাষ হয়।
তামাক চাষ মানবদেহের জন্য মারাত্বক স্বাস্থ্য ঝুঁকির কারণ। যেসব এলাকায় তামাক চাষ হচ্ছে, সেসব এলাকার শিশু ও বৃদ্ধসহ স্থানীয়রা অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। বন্ধের পরামর্শ চিকিৎসকদের।
মাঠ দিবসসহ বিভিন্ন বৈঠকে তামাক চাষকে নিষিদ্ধ করা হলেও লাভ বেশির দিকেই ঝোঁক সবার। কৃষি অফিস থেকে তামাক চাষে তাদের নিরোৎসাহিত করা হচ্ছে বলে জানান উপ-পরিচালক।
তবে এ বছর জেলায় তামাক চাষ হয়েছে ১৭ থেকে কমে ৭ হেক্টর জমিতে।