নেত্রকোণার ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের আঘাতে এক ব্যক্তির মৃত্যু
- আপডেট সময় : ০৭:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নেত্রকোণার কেন্দুয়ায় রোদে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের কিল-ঘুষিতে আবুল কাসেম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সকালে উপজেলার ছিলিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। কেন্দুয়া থানা জানায়, সকালে আবুল কাসেম বাড়ির পাশে রোদে ধান শুকাতে দেয়। এসময় চাচাতো ভাই সাদেক ও তার ছেলে মনিরের সাথে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা আবুল কাসেমের বুকে ঘুষি মারলে মাঠিতে পড়ে যান তিনি।পরে বাড়ির লোকজন তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।