নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন,পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চেয়ারম্যান মাঈনুল হক দাপ্তরিক কাজ শেষ করে কার্যালয় সংলগ্ন বাসভবনে ফেরেন। সন্ধ্যায় স্থানীয় লোকজন কার্যালয়ের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে চেয়ারম্যানকে খবর ও ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক জানান, আগুনে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছাড়াও কার্যালয়ের দু’টি এসি, একটি ল্যাপটপ, একটি ট্যাব, একটি টিভিসহ রুমে থাকা সব কিছুই পুড়ে যায়।