নেত্রকোণায় মাশরুম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এক যুবক
- আপডেট সময় : ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
এই প্রথম নেত্রকোণায় মাশরুম চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এক যুবক। লেখাপড়া শেষে চাকরি না পেয়ে ছোট পরিসরে শুরু করেন মাশরুম চাষ। ভাল ফলন পাওয়ায় লাভের মুখ দেখছেন তিনি। ভবিষ্যতে বড় আকারে চাষ করার স্বপ্ন তার।
মাশরুম একটি পুষ্ঠিগুণ সমৃদ্ধ সুস্বাদু খাবার। যা সেঁতসেঁতে আবহাওয়ায় হয়ে থাকে। নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বুরিজুড়ি গ্রামের রিয়াদুল ইসলাম আগ্রহী হয়ে উঠে মাশরুম চাষে। ডিগ্রি পাশের পর চাকরি না পেয়ে ইউটিউবে দেখে মাশরুম চাষের উদ্যোগ নেন তিনি। নিজ বাড়ীতে ছোট পরিসরে শুরু করেন চাষ। ভাল ফলন পাওয়ায় লাভবান হচ্ছেন তিনি। ভবিষ্যতে আরো বড় পরিসরে মাশরুম চাষের পরিকল্পনা রয়েছে তার।
এলকায় এই প্রথম কেউ মাশরুম চাষ করে ব্যাপক সাড়া জাগিয়েছেন। আর তা দেখতে প্রতিদিন তার বাড়ীতে ভীড় জমাচ্ছেন মানুষ। অনেকেই মাশরুম চাষ করতে পরামর্শ নিচ্ছেন তার কাছে। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
মাশরুম চাষ নেত্রকোণায় নেই বললেই চলে। প্রশিক্ষণের মাধ্যমে মাশরুম সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তারা বিষয়টি সম্পর্কে এখন জানতে পারছেন। আরো ব্যাপক আকারে চাষ করতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
মাশরুম চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, এমনটিই প্রত্যাশা জেলাবাসীর।