নেত্রকোণা সদর হাসপাতালে একসঙ্গে চিকিৎসা নিচ্ছে কোভিড ও নন-কোভিড রোগীরা
- আপডেট সময় : ০২:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
নেত্রকোণা সদর হাসপাতালে একসঙ্গে চিকিৎসা নিচ্ছে কোভিড ও নন-কোভিড রোগীরা। সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা না থাকায় করোনা রোগীদের চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। পিসিআর ল্যাব না থাকায় দেরি হচ্ছে করোনা পরীক্ষার ফলাফল পেতে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ।
নেত্রকোনার ১০ উপজেলার ১০টি স্বাস্থ্য কমপ্লেক্সে গাদাগাদি করে চলছে চিকিৎসা সেবা। একইসঙ্গে চলছে করোনার নমুনা সংগ্রহ। জেলা সদর হাসপাতালের আউটডোরে রোগী দেখছেন ডাক্তাররা।এতে করোনা সংক্রমনের আশংকা থাকলেও স্বাস্থ্যবিধি মানার সামান্য চেষ্টাও নেই।
জেলা সদরসহ ১০ উপজেলায় করোনা রোগীর জন্য ১১৬টি বেড প্রস্তত রয়েছে। তবে, ল্যাব না থাকায় পাশের জেলা ময়মনসিংহ থেকে করোনার নমুনা পরীক্ষা করাতে হয়। এতে ফল পেতে প্রায় তিন/চার দিন লেগে যায়।
পর্যাপ্ত জনবল না থাকায় দীর্ঘ লাইনে গাদাগাদি করে রোগীদের অপেক্ষা করতে হয় বলে স্বীকার করেন, হাসপাতাল তত্ত্বাবধায়ক।
সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার কাজ চলছে। আর, ল্যাব স্থাপনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান, সিভিল সার্জন।
করোনা সংক্রমন রোধে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করে জেলাবাসী।