নেত্রকোনায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন
- আপডেট সময় : ১১:০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৪২ বার পড়া হয়েছে
নেত্রকোনায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। হাওরের অনাবাদি জমি আবাদ করে কৃষকের মুখে ফুটেছে হাসি। লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে অন্যান্য কৃষকদের। কুমড়া সংরক্ষণে হাওরে হিমাগার স্থাপন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নেত্রকোনা উপজেলার মদন, খালিয়াজুরী ও কলমাকান্দায় অনেক পতিত জমি রয়েছে। প্রশাসনের নির্দেশে কৃষি বিভাগের সহযোগিতায় এসব জমিতে চাষাবাদের সিদ্ধান্ত নেয়া হয়। কৃষি অফিস জানায়, এ বছর হাওর এলাকায় ৭১৯ হেক্ট্রর পতিত জমিতে লালিমা, ওয়ানাডার বল, ব্ল্যাক সুইটি, সন্ধ্যানী, শিলা, সুইট স্পট জাতের মিষ্টি কুমড়া চাষ করা হয়। ফলনও হয়েছে ভাল। এতে খুশী কৃষক।
৩০-৪০ বছর আগে এসব জমিতে সরিষা, তিল ও মাসকলাই চাষ হতো। দীর্ঘদিন পতিত থাকার পর গত বছর থেকে মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে। ফলন ভাল হলেও প্রচন্ড শীতে ফলন কিছুটা কমেছে।
সবজি চাষে সবাই এগিয়ে এলে সবজির দাম নাগালের মধ্যে থাকবে। আর্থিকভাবে লাভবান হবেন কৃষক।
মিষ্টি কুমড়া চাষে সার, বীজসহ নানাভাবে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। কুমড়া সংরক্ষণে হিমাগার স্থাপনের কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করবে সরকার, এমনটিই প্রত্যাশা কৃষকদের।