নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবিতে নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে ট্রলারডুবিতে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ডুবুরি ও ফায়ার সার্ভিস।
সকাল সাড়ে ৭টা থেকে গোমাই নদীতে উদ্ধার অভিযান শুরু করে তারা ।এদিকে নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান। সেই সাথে সদরের মেদনী গ্রামের নিহত পরিবারকে ২০ হাজার এবং সুনামগঞ্জের ৯ পরিবারকে ১০ হাজার টাকা করে দিয়েছে নেত্রকোনা জেলা প্রশাসক। এছাড়াও সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। বুধবার সকালে গোমাই নদীতে ট্রলার ডুবে ৪ শিশুসহ ১০জন মারা গেছে।