নেত্রকোনায় এখনো সংস্কার হয়নি দীর্ঘদিনের পুরাতন ১৩টি ঝুঁকিপুর্ণ কালভার্ট

- আপডেট সময় : ০৭:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নেত্রকোনায় এখনো সংস্কার হয়নি দীর্ঘদিনের পুরাতন ১৩টি ঝুঁকিপুর্ণ কালভার্ট।এতে ভারী যানবাহন চলাচলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। সম্প্রতি একটি কালভার্ট দেবে গিয়ে বন্ধ হয়ে গেছে দুর্গাপুর থেকে দেশের বিভিন্ন জায়গার সরাসরি সড়ক যোগাযোগ।এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীসহ সাধারণ মানুষ। পুরানো কালভার্ট সংস্কার করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক দিয়ে বালু পাথরবাহী ট্রাকসহ চলাচল করে ভারী যানবাহন। দীর্ঘদিন পর তিনশ’ ষোল কোটি ব্যয়ে ৩৭ কিলোমিটার সড়কের সংস্কার কাজ হলেও পুরাতন ১৩টি কালভার্টের সংস্কার হয়নি । একটি কালভার্ট দেবে গিয়ে জারিয়া এলাকায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। এতে আটকা পড়ে আছে বালুবাহী ট্রাকসহ দূরপাল্লার বাস।
সড়ক সংস্কার কাজ হলেও পুরানো কালভার্টগুলো মেরামত না করায়, ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কালভার্টগুলো দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী।